ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নকল করায় শিক্ষকসহ ১৭ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

ভোলার চরফ্যাসন উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে ১৭ পরীক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর পর চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ জন ও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে ৭ জন এবং একজন শিক্ষককে বহিষ্কার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ জানান, বৃহস্পতিবার এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র ও দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলের দায়ে তিনটি কেন্দ্রের মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়াও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে এক শিক্ষককে

বহিষ্কার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ