ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

পিকআপ চাপায় প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী হাফেজ রায়হান মিয়া নামের এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেলচালক তার বাবা হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর ওসি (তদন্ত) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রায়হান উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। তিনি এ বছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করছেন।

পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবা হাবিবুর রহমানের সাথে মোটরসাইকেল যোগে পরীক্ষা দিতে উপজেলা সদরে আসছিল। পথিমধ্যে মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে সিএনজি চালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।

এসময় গরু বোঝাই একটি পিকআপ ভ্যান রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। এতে রায়হানের বাবা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ