ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০

চাঁদা না পেয়ে দুই বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে প্রকাশ্য পিটিয়েছেন ছাত্রলীগ নেতা। এ ঘটনায় বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুনরায় আদিতমারী উপজেলা ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ইউপি সদস্য মহেশ্বর বর্মন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য মহেশ্বর বর্মন উপজেলা সদরের বুড়িরবাজারে উপস্থিত হলে পিপলু (২৬) ও মুরাদ (২৮) পথ রোধ করে দাঁড়ায়। এ সময় তারা ইউপি সদস্য মহেশ্বরের মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে পেটায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে হামলাকারী দুজন সটকে পরে। অভিযুক্ত মোস্তাক জামান পিপলু ও আবু সাঈদ মুরাদ ছাত্র লীগের স্থানীয় নেতা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী জানান, থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ