ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ঘরের আড়ায় ঝুলছিল শ্রমিকের মরদেহ

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬

গাজীপুরের কালিয়াকৈরে হুমায়ুন খাঁ (২৬) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হিজলহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত হুমায়ুন খাঁ টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার ঢরভদ্রশিমুল গ্রামের মজিদ খায়েরের ছেলে।

জানা যায়, হুমায়ুন খাঁ দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে স্ত্রী-সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় মান্নানের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মাহমুদ ফ্যাশন নামে এক স্থানীয় কারখানায় চাকরি করতেন। বিয়ের পর থেকেই স্ত্রী শিউলির সাথে পারিবারিক ঝগড়া-বিবাদ চলে আসছে। তবে কিছুদিন আগে স্বামীর সাথে ঝগড়া করে অন্য একটি বাসা ভাড়া করে সেখানে বসবাস করতে থাকেন তার স্ত্রী।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির মালিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন হুমায়ুনের ঘরের পেছনের জানালা দিয়ে দেখতে পান হুমায়ূন ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এ সময় তিনি চিৎকার দেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ