সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রবিউল ইসলাম রবি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অন্য আরোহী নিরব হোসেন গুরুতর আহত হন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালম ইউনিয়নের রানীরহাট-জামতৈল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল ইসলাম রবি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি শেরপুর সামিট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। আহত কলেজ ছাত্র নিরবও একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, কলেজ ছাত্র রবিউল ইসলাম রবি তার বন্ধু নিরবকে নিয়ে কলেজে যাওয়ার পথে বগা ব্রীজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী বন্ধু নিরব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ