ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মাদরাসায় মিলল বিবাহিত ছাত্রের মরদেহ

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৭

নোয়াখালীর চাটখিলে বদলকোট কওমিয়া ফাজিল মাদরাসা থেকে ফিরোজ কবির (২৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ কবির দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে। তিনি একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, কিছুদিন আগে বিয়ে করেন ফিরোজ কবির। ফিরোজের স্ত্রী তাকে চাটখিলে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ