গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে আটকের ৩ মাস ২৫ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার তিন যুবনেতা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে মহানগর দায়রা জজ আদাল তাদের জামিন মঞ্জুর করে। পরে যথাযথ প্রক্রিয়া শেষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
জামিন মঞ্জুর হওয়া ৩ যুবনেতা হলেন- আব্দুল হান্নান শহিদ, হেলাল উদ্দিন তালুকদার ও হুমায়ূন কবির।
গত বছরের ২৮ অক্টোবর সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে অংশ নেন এই তিন যুবনেতা। সেখান থেকে তাদেরকে আটক করে পুলিশ।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ