ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

নীলফামারীর জলঢাকা সড়কে চাঁদের হাট এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে রকিবুল হাসান রকি (৩৮) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার অঙ্কুর বীজ হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল হাসান কিশোরগঞ্জ উপজেলার চাদখানা ইউনিয়নের কেল্লবাড়ি এলাকার ওসমান গণির ছেলে ও দৈনিক আলোকিত নিউজ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রকিবুল হাসান মোটরসাইকেলযোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। পথে অঙ্কুর বীজ হিমাগারের সামনে আসলে অপর দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা যান রকিবুল হাসান। তবে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ