ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

মা-বাবার ঝগড়া, নিষেধ করাই কাল হলো কিশোরীর!

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৭

গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বুলু মন্ডল নামে এক বাবা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুলু মণ্ডল দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে শ্বশুরবাড়ি (চাঁন মিয়া) বসবাস করছেন। বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে বুলু মণ্ডলেরঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বুধবার বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করে। একপর্যায়ে মেয়ে ইয়াসমিনের ওপর ক্ষিপ্ত হন তিনি এবং নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় কোপ দেন বুলু মণ্ডল।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মেয়েকে মারার পর হাতে থাকা সেই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করেন বুলু মণ্ডল এবং মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিন হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানেই চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ