ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পতাকা বাঁধতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলে শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ীর নাম প্রকাশ কর্মকার (২৬)। তিনি চাম্বল ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকার পাড়া‌র কমল কর্মকারের ছেলে।

বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিজ হার্ডওয়্যার দোকানের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ