ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কৃষকের

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৫

পিরোজপুরের নাজিরপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মো. হেমায়েত উদ্দিন শেখ হিমু (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় দুইজন ছাত্রী আহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সদর ইউনিয়নের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের কবিরাজবাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটেছে।

নিহত হেমায়েত উদ্দিন শেখ হিমু উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হেমায়েত উদ্দিন একটি ভাড়ায় চালিত ভ্যানে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোরিকশা তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কৃষক হিমুসহ আছিয়া আক্তার (১৭) ও সওদা আক্তার নামের দুই বোন আহত হন। গুরুতর আহত হেমায়েত উদ্দিন শেখ হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, গুরুতর আহত হেমায়েত উদ্দিন হিমুকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে ব্যবস্থ নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ