ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে (বঙ্গবন্ধু মহাসড়কের) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাঁরা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আরও দুজনের।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মাওয়াগামী ওই মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ২ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।
বেলা ৪টা পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার মাহফুজুর রহমান রিবেন বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে হাসাঁরা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, শুনেছি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ