ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

আলমসাধু খাদে পড়ে প্রাণ গেল বিদ্যুৎ শ্রমিকের

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫২

সাতক্ষীরার তালতলায় আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে রাসেল হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছেন আলমসাধুর চালক রনি মোড়ল। আহত রনি মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা ও আহত রনি মোড়ল যশোর পৌর শহরের বাসিন্দা। রাসেল বিদ্যুতের খুঁটি বসানোর কাজে নিয়োজিত ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাসেল আলমসাধুতে বিদ্যুৎ অফিসের সরঞ্জামাদি নিয়ে কালিগঞ্জ থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। আলমসাধু তালতলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন রাসেল ও আলম সাধুর চালক রনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাসেলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান মহিদুল ইসলাম।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ