ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬

চুয়াডাঙ্গা জেলা কারাগারের মিঠু মিয়া (৪০) নামে এক হাজতির সদর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় ।

নিহত মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগোডাঙ্গা উত্তর পাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, মিঠু মিয়াকে জি আর (১৮/২৪) মামলায় শনিবার কারাগারে পাঠায় আদালত। কারাগারে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। রাত ১১টার দিকে তাকে কারাগারের ২০৪/২৪ নম্বর হাজতি হিসেবে সদর হাসপাতালের ২ নম্বর কারা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

মিঠু মিয়ার বুকে ব্যথা ছাড়াও কিডনির সমস্যা ভুগছিলেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ফখর উদ্দিন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ