ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শোল্লা স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০১

চাঁদপুরে শোল্লা স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তারপর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শোল্লা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য, দাতা সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের শ্রদ্ধায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহিদ দিবসের চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ