টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের টাঙ্গাইল পৌর মেয়রের বাধা দেয়ার ঘটনা ঘটেছে৷
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে ।
এ ঘটনার পর সাংবাদিকগন একুশের প্রথম প্রহরের সংবাদ বর্জন করেছেন।
সাংবাদিকরা জানান, শহিদ মিনারের বেদিতে ফুল নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের করে দেন। পরে মেয়র সিরাজুল বলেন, যে কেউ শহিদ মিনারে প্রবেশ করতে পারবেন না। পরে প্রবেশ করবেন।
এরপর মেয়রের ব্যবহার দেখে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের সাথে বের হয়ে শহরের নিরালা মোড়ে অবস্থান নেন। পরে সবার শ্রদ্ধা জানানো শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ সিনিয়র সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ