ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

দু’বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪

জামালপুরের বকশিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম ফারুক লিটন নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বকশিগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম ফারুক লিটন বকশিগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গোলাম ফারুক লিটন ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে লিটনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোলাম ফারুক লিটন পাকা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে শেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বকশিগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক আফাজুল ইসলাম।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ