ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ফের সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২০

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৫ ফুট দৈর্ঘের ইরাবতী প্রজাতির একটি পুরুষ ডলফিন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটার গঙ্গামতি এলাকায় ৩৩ কানি পয়েন্টে শরীরের অর্ধ চামড়া খসানো ডলফিনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ডলফিনটি মাটি চাপা দেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে সৈকতে যাওয়ার পথে স্থানীয়রা প্রাণিটি দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয়। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এটি সকালে জোয়ারের পানিতে ভেসে এসেছে।

স্তন্যপায়ী এই প্রাণীটির মাথা ও পিঠের অংশের চামড়া খসে পড়েছে বলেও জানান তিনি।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণিগুলো এভাবে মারা যাচ্ছে। আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন ছিল। তবে বেশ লম্বা সময় পরে ফের একটি মৃত ডলফিন ভেসে এলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি, কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে?

এছাড়া চলতি বছরে এটাই প্রথম সৈকতে ভেসে আসা মৃত ডলফিন বলেও জানান এই গবেষক।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ