ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কুড়িগ্রামের গরু মিলল গাইবান্ধায়

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৭

কুড়িগ্রামে চুরি হওয়া গরু গাইবান্ধা থেকে উদ্ধার করে মো. সুলতান বাদশা নামে চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গরু চুরির মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ঢুষমারা থানায় গরু চুরির মামলা রুজু হওয়ার পর চোরাই গরু উদ্ধার অভিযানে নামে পুলিশ। গোপন অনুসন্ধান শেষে পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সন্যাসীর চর এলাকা থেকে মো. সুলতান বাদশাকে গরুসহ গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামের ঢুষমারায় চুরি হওয়া গরু গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করা হয়। চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় যেকোনো প্রকার চুরি বন্ধে থানা এলাকায় পুলিশি টহলের ধারাবাহিকতা অব্যাহত।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ