পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের টোটা-বল্লমের আঘাতে ৫ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মজিদ বাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোতাহার খলিফা (৬৫), হেমায়েত খলিফা (৩৩), তারেক খলিফা (২৬), হিরু খলিফা (২৯) ও মোশারফ খলিফা (৬০)।
আহতদেরকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মোতাহার খলিফা এবং মজিবর খলিফা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে।
আহত হিরু খলিফা এবং তারেক খলিফা অভিযোগ করে বলেন, স্থানীয় মজিবর খলিফা, গনি খলিফা, ওবায়দুল, মধু, মিলন, সেন্টু খলিফা, সেলিম মিয়া, বিল্লাল খলিফা, কামাল, রাজা, সবুজ, ফারুকসহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের ওপর টোটা বল্লম এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা চালায়।
এবিষয়ে অভিযুক্ত মুজিবর খলিফার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সংঘর্ষে দুপক্ষের লোকই আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ