চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্য ও পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর সদরের নামার বাজার এলাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠান দুটি হলো- সীতাকুণ্ড ফিড সেন্টার ও নিউ এসএম পোল্ট্রি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম (ইউএনও) এ তথ্য জানান।
তিনি জানান, পৌর সদর বাজারে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য নিয়মিত বিক্রি করে আসছিল। এজন্য মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪-ধারা ভঙ্গ করায় ধারা-২০ মোতাবেক দুই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ