ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

এতিমখানা ও সেফ হোমে গেলো ৫০ কেজি জাটকা

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসব জাটকা মাদরাসা, এতিমখানা ও সেফ হোমে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় জাটকা ইলিশ কেনাবেচার সাথে জড়িত দুলাল চালাক নামের এক মাছের আড়ৎদারকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস এবং দৌলতদিয়া নৌ-পুলিশের একটি দল অংশ নেন।

অন্যদিকে, উদ্ধার ইলিশগুলো দুইটি মাদরাসা, এতিমখানা ও একটি সেফ হোমে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জাটকা ইলিশ শিকার শাস্তিযোগ্য অপরাধ। জাটকা ইলিশ সংরক্ষণ করা গেলে নদীতে সারা বছর ইলিশ পাওয়া যাবে এবং দেশের মানুষ স্বল্পমূল্যে ইলিশ মাছ খেতে পারবেন। এবিষয়ে সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ