ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষককে কারাদণ্ড

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৪
ছবি- সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা‌ চলাকালীন স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলায় এক পরীক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত ওই পরীক্ষকের নাম সৈকত হোসেন। তিনি উপজেলা সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাতির পিতা সরকারি হাই স্কুল কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালীন সৈকত হোসেন নামে এক শিক্ষক কেন্দ্র পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তার স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি তার স্মার্টফোনটি জব্দ করেন। পরে তার ফোনে প্রশ্নপত্রের উত্তর দেখতে পান। যে কারণে ঘটনাস্থলে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা করা হয়।

কালিয়াকৈর উপজেলায় ৬টি কেন্দ্রে ৬ হাজার ৭১০ জন পরীক্ষার্থী অংশ নেয়।‌‌ দাখিল পরীক্ষায় ২২৯ জন, ভোকেশনাল পরীক্ষায় ৩৪৭ জন একযোগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ