ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পরীক্ষা হলে অজ্ঞান মাদরাসা শিক্ষার্থী

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২

চট্টগ্রামে সীতাকুণ্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দাখিল পরীক্ষার হলে পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে যান বিবি ফাতেমা (১৬) নামের এক শিক্ষার্থী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিবি ফাতেমা উপজেলার ভাটিয়ারী বানু বাজারস্থ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ছাত্রী।

জানা যায়, সকাল ১০টার দিকে কেন্দ্রে বিভিন্ন মাদরাসা থেকে আসা ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ভাটিয়ারী বানু বাজারস্থ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী বিবি ফাতেমা অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তারপর প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

সীতাকুণ্ড কামিল মাদরাসা কেন্দ্রের হলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, হঠাৎ বুকে ব্যথা উঠে অজ্ঞান হয়ে যায় ফাতেমা। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তারপর সুস্থ হয়ে পরীক্ষা সম্পন্ন করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা মোস্তফা আলম সরকার বলেন, শারীরিক দুর্বলতায় অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে পূণরায় হলে উপস্থিত থেকে পরীক্ষা শেষ করেছেন তিনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ