ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মঙ্গলমাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবি

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

শরিয়তপু জাজিরা উপজেলার মঙ্গলমাঝিরঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবিতে গণ-অনশন করেছে পদ্মা সেতু রক্ষা কমিটি।

অনশনকারীদের পক্ষ থেকে বলা হয়, পদ্মায় তীব্র স্রোতের কারণে গত ৩২ দিন ধরে বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প হিসেবে জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে শিমুলিয়ায় ফেরি চলাচল করার কথা ছিল। তাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচলের জন্য গত ২০ আগস্ট মঙ্গল মাঝিরঘাট নির্মাণ কাজ শুরু করে। কাজটি শেষ হয় ২৫ আগস্ট সন্ধ্যায়। পরে রাতেই রোরো ফেরির পন্টুন বসানো হয়। কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ