বগুড়ার আদমদীঘিতে স্কুলে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে মোছা. আরমিন (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আরমিন সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে। সে ওই ভ্যানযোগে স্কুলে যাচ্ছিল।
জানা যায়, প্রতিদিনের মতো আজও ভ্যানযোগে স্কুলে যাচ্ছিল আরমিন। যাওয়ার পথে নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে পৌঁছালে ভ্যানচালক ওই স্কুলের মুখে হঠাৎ টার্নিং নেয়। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল সজোরে ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা শিশু শিক্ষার্থী আরমিন ছিটকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন বাবা ইউসুফ। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ