ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

পলাশবাড়ীতে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত, আহত ৪

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৪

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাপায় ময়নুন (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ভ্যানে থাকা ৪ যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পলাশবাড়ী গাইবান্ধা আঞ্চলিক সড়কের গারানাটা সবরিতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত ময়নুল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির গড়েয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, প্রতি দিনের ন্যায় ভ্যান চালক ময়নুল ৪ জন যাত্রী নিয়ে কালীবাড়ি বাজার থেকে ঢোলভাংগা বাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পলাশবাড়ীর গাড়ানাটা এলাকার সবরিতলায় পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিঁটকে পড়ে যায়। এ সময় ভ্যান চালক ময়নুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের তাৎক্ষণিক কোন পরিচয় পাওয়া যায় নি।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনুরুল ইসলাম মন্জু জানান, খবর পেয়ে জনতার সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালাতক রয়েছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ