শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নান্দাইলে ৩ দিনব্যাপী বইমেলা শুরু 

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪

ময়মনসিংহের নান্দাইলে ৩ দিন ব্যাপি অমর একুশে বইমেলা ২০২৪ শুরু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নজিমুল্লাহ লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা জাসদ সভাপতি এ হান্নান আজাদ, কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে মেলায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রমেরও শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় ২০ টি স্টল অংশগ্রহণ করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।

নয়াশতাব্দী/এএইচবি/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ