ফরিদপুরে অবৈধ অর্থ অর্জনের অভিযোগে মেহেদী হাসান মিন্টু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের নামে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মিন্টু ফরিদপুর সদর উপজেলার ৫ নম্বর ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। তিনি সদর উপজেলার ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
অবৈধ উপায়ে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দুদক এ মামলাটি রুজু করেন।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ওই ইউপি চেয়ারম্যান স্থাবর ও অস্থাবর ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করেছেন
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ