ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

গোয়াল ঘরে মিলল প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬

কুড়িগ্রামের রাজারহাটে ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মন (৫০) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বসত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রভাত চন্দ্র বর্মন নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, সোমবার সকালে নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের নিজ বসত বাড়ির গোয়াল ঘর থেকে শিক্ষক প্রভাত চন্দ্র বর্মনকে ঝুলন্ত পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ