ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ট্রাকের চাকায় পিষ্ট হলেন ভ্যানযাত্রী

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আনজিরা খাতুন (৪০) নামে ভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী হামিদুল ইসলাম ও ছেলে আশরাফুল হোসেন (১০) আহত হন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) একরামুল হোসাইন বলেন, সোমবার নিজ গ্রাম থেকে স্বামীর ভ্যানযোগে ছেলেসহ আনজিরা খাতুন আলমডাঙ্গায় আসছিলেন। এ সময় আলমডাঙ্গা কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে পৌঁছালে বালি বোঝাই দ্রুতগামি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনজিরা খাতুন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ