ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

একদিন পর বান্দরবানের ৩ উপজেলায় যান চলাচল শুরু

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে গণপরিবহন চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমেছে।

গণপরিবহণ বন্ধ করে দেয়ার পর গতকাল বিকেলে রুমা উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবহন মালিক শ্রমিকরা এক বৈঠকে বসে, আর বৈঠকে সকলের শান্তিপূর্ণ অবস্থান এবং কোন ধরনের বিরোধ না থাকার শর্তে সকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, রোববার (১৮ ফেব্রুয়ারি) বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনান ফন্ট (কেএন এফ) এর সদস্যরা বাসের এক শ্রমিককে মারধরের প্রতিবাদ এবং পাহাড়ে সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে পরিবহন মালিক শ্রমিকরা বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ