ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

তরুণকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে কথা কাটাকাটির জেরে মুস্তাকিম (১৭) নামে এক তরুণকে গলাকেটে হত্যা করেছে সজল মিয়া (১৮) নামের এক তরুণ। এ সময় আরও এক কিশোর আহত হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর মাদরাসা সংলগ্ন রায়হর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম চরশাখচড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। আর ঘাতক সজল মিয়া চৌকা গ্রামের মুরশেদ আলী ওরফে পঁচা মিয়ার ছেলে।

ঘটনার পর গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা নাজনীন ও পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আনসারনগর মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিল উপলক্ষে পাশেই মেলা বসে। মেলার ভেতরে মাদকাসক্ত যুবক সজল মিয়ার সঙ্গে অটোরিকশা চালক মুস্তাকিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই ধারালো ক্ষুর দিয়ে মুস্তাকিমের গলাকেটে হত্যার চেষ্টা চালায় সজল। এসময় স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে ঘটনার সময় মুস্তাকিমকে বাঁচাতে গিয়ে ক্ষুরের আঘাতে তারা মিয়া (১৬) নামে আরেক কিশোর আহত হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার কারণ অনুসন্ধানে নামে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তা এখনো জানা যায়নি।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ