ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন

প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে আন্দোলন করেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিকরা একত্রিত হয়ে এ আন্দোলন করেন।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মাহমুদ জিন্সের মালিক কারখানাটির শ্রমিকদের মূল বেতনের ৪০% প্রদান করেন। বাকি ৬০% বেতনের জন্য শ্রমিকরা শনিবার সকালে কাজে যোগ না দিয়ে সবাই একত্রিত হতে থাকে। পরে কারখানাটির ভেতরে স্টাফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে আন্দোলন শুরু করেন তারা। এ সময় কয়েকজন স্টাফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা। পরে কয়েক দফা মালিক পক্ষ ও পুলিশ আলোচনা করে আগামি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা আজকের মধ্যেই বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যায়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে শিল্প পুলিশ এবং কালিয়াকৈর থানা পুলিশ মোতায়ন করা হয়েছে।

শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের উপ-পরিদর্শক (ওসি) নিতাই চন্দ্র সরকার নয়াশতাব্দীকে জানান, বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স কারখানাটির শ্রমিকরা আন্দোলন করেছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। তারপরও শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে।

সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

মাহমুদ জিন্স কারখানাটির চিফ বিজনেস অফিসার আরমান চৌধুরী জানান, গত বৃহস্পতিবার শ্রমিকদের মূল বেতনের ৪০% পরিশোধ করা হয়েছিলো। বাকি ৬০% বেতন আগামি বৃহস্পতিবার দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা তা মানছেন না। তাই তারা কাজে যোগদান না করে আন্দোলন করেছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ