ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের পর এবার অজ্ঞাত যুবকের মৃত্যু

দশদিনের ব্যবধানে একই ভবনে ২ জনের মৃত্যু
প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৫

গাজীপুরের কালিয়াকৈরে এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার উলুসারা এলাকার ওই বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আনুমানিক ৩০ বছর বয়সী নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে নির্মাণাধীন ওই ভবনের ৪ তলার ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার হাতের মুঠিতে একটা লম্বা রড ধরা ছিল। ধারণা করা হচ্ছে বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভবনের ছাদ থেকে রড চুরি করতে গিয়েছিলেন ওই যুবক। এ সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, সৌদি প্রবাসী শরীফ হোসেনের ওই র্নিমাণাধীন ভবনের কাজ চলছিল। ভবনের ছাদের উপরে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন রয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ওই ভবনের ৪ তলার ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা যায়। এরপর থেকে ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ