জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন পোড়ানোর ঘটনায় মামলার ৩ নম্বর আসামি বিএনপি নেতা স্থানীয় এমপির সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুলিশ বলছে তিনি পলাতক। এ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। কি করে আওয়ামী লীগ দলীয় একজন এমপি ট্রেন পোড়ানো মতো গুরুত্বপূর্ণ মামলার এমন এক আসামির সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
স্থানীয় এমপি আবুল কালাম আজাদের নিজের ফেসবুক পেইজ থেকে লাইভ করা দুটি অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় ট্রেন পোড়ানোর ঘটনায় পুলিশের করা নাশকতা মামলার আসামি সফিউর রহমান এমপির সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১১ ফেব্রুয়ারি জামালপুর পৌর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লায়ন্স ক্লাবের একটা অনুষ্ঠানে ট্রেন পোড়ানো মামলার আসামি সফিউর রহমান এমপি আবুল কালাম আজাদের সাথে উপস্থিত ছিলেন। দুটো অনুষ্ঠানই এমপির ফেসবুক পেইজ থেকে লাইভ করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ নভেম্বর দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের দুটি বগি পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৯ নভেম্বর ৪১ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা করে রেলওয়ে পুলিশ। ওই মামলার ৩ নম্বর আসামি সফিউর রহমান প্রকাশ্যে আওয়ামী লীগ দলীয় এমপির সাথে একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও পুলিশ বলছে তিনি পলাতক। জামালপুর সদর থানার অপর এক নাশকতার মামলায়ও তিনি জামিন নেননি।
জানা গেছে, দাপুটে এ বিএনপি নেতা নাশকতার একাধিক মামলার আসামি হলেও পুলিশ কখনোই তাকে গ্রেপ্তার করেনি। এমপির ফেসবুক পেইজ থেকে লাইভ করা অনুষ্ঠানে দেখা যায় নাশকতা মামলার গুরুত্বপূর্ণ আসামি সফিউর রহমান এমপিকে ফুল দিচ্ছেন। পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করেছেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে পুলিশ জামালপুর থানার এসআই মো. তারা মিয়া বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেন পোড়ানো মামলার ৪১ আসামির ১১ জন জামিনে আছেন, বাকিরা পলাতক। মামলার ৩ নম্বর আসামি সফিউর রহমান পলাতক বলে নিশ্চিত করেন তারা মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে সফিউর রহমান জানান, ওটা রাজনৈতিক মামলা। যেহেতু তিনি জামিনে নেই তাই সবসময় প্রকাশ্যে যাতায়াত করেন না। উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চেয়ে স্থানীয় এমপি আবুল কালাম আজাদকে ফোন করলে তিনি ফোন না ধরে ব্যস্ত আছেন জানিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়ে উত্তর দেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ