বরগুনার আমতলী উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান মেয়র মতিয়ার রহমানের সমর্থন করায় পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমারের উপর প্রতিপক্ষ প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন। প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাস বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুর গাজী নয়ন (৩০)। তিনি আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আজিজ সেক্রেটারির ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গতকাল ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার সময় আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসানের বাসার সামনে বসে আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসকে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমানের নির্বাচন সমর্থন দেয়া থেকে বিরত থাকতে গালিগালাজ করে নুর গাজী নয়নসহ অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন। এতে ধীরাজ কুমার বিশ্বাস প্রতিবাদ করলে তাকে চারদিক থেকে ঘিরে নুর গাজী নয়নসহ অন্যান্যরা মারধর করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে ধীরাজ কুমার বিশ্বাসকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে আমতলী পুলিশ গ্রেফতার করেছে। পৌরসভা নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আমতলীতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেয়া হবে না।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ