নীলফামারীর ডোমারে ৮৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ আব্দুর রহিম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যে গড্ডিমারী গ্রামের হিরণ আলীর ছেলে।
তাকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এসআই শাকিল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমার সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি গ্রামের সরকার পাড়া পুরাতন মসজিদের পূর্ব দিকে কাঁচা রাস্তায় এক মোটরসাইকেল আরোহীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা লিটন হোসেন (২৬) নামের আরেক আরোহী পালিয়ে যায়। লিটন একই এলাকার খলিলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা এলাকায় চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ