ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড

প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০

সিরাজগঞ্জের তাড়াশে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠায় তাকে ক্লোজড করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) নজরুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার রাতে এক আদেশে পুলিশ সুপার এএসআই সন্তোষ কুমারকে পুলিশলাইনে ক্লোজড করেন। আর গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। এ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে তাড়াশ থানার এএসআই সন্তোষ কুমার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যোশাইপাড়া গ্রামের নিরেশ সিংহ এর স্ত্রী মালতি রানীর (৩০) নিজ ঘরে শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন ওই গৃহবধূ। তার এ অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে গৃহবধূ অভিযোগ করে বলেন, সন্তোষ দারোগাকে আমি চিনি না। সে তাড়াশ থানার দারোগা বলে ঘরের ভিতর ঢুকে আমার সর্ব শরীর চেক করে। আমি নাকি মদ বিক্রি করি। আমি এগুলো করি না বললেও শরীরে হাত দিয়ে চেক করে। পরে আমার ঘরে থাকা যুবতী মেয়ে লজ্জায় দৌড়ে গিয়ে আমার মাকে ডেকে আনে। এরপর আমার মা এসে এমন অবস্থা দেখার পর সন্তোষ দারোগার পায়ে ধরে। তারপরও সে আমাকে থানায় নেয়ার হুমকি দেয়। অথচ আমার শরীর চেক করে সে কিছুই পায়নি। আমি এর সঠিক বিচার চাই।

নয়াশতাব্দী/আরকেজে/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ