ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব।

নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

এ বিষয় গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এসময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ