পটুয়াখালীর কলাপাড়ায় সূর্যমুখী ফুল খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেয়াজ উদ্দিন শিকদার (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির পূর্ব সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেয়াজ উদ্দিন উপজেলার ওই গ্রামের শিকদার মৃত গেন্দু শিকদারের ছেলে।
ইউপি সদস্য আসলাম জানান, রেয়াজ উদ্দিন বিকেলে স্ত্রী আনোয়ারা বেগমকে সঙ্গে নিয়ে ফুল খেতে পানি সেচ দেন। সেচ শেষে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ