রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ মো. শিপন সরদার (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
গ্রেপ্তার যুবক ফরিদপুর সদর উপজেলার বসু নরসিংহদিয়া এলাকার মো. নিজাম সরদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে তল্লাশি করে ৩.১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/টিএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ