ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৮

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পারভেজ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৮ জন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মোতালেব মিয়ার লোকজনের সঙ্গে একই এলাকার জসিমের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের লোকজন বিভিন্ন দেশিয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একই পরিবারের বাবা সহ চারজন মারাত্মকভাবে আহত হন এবং আরও দুইজন মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে থাকেন।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পারভেজ হোসেনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুই গ্রুপের সংঘর্ষে পারভেজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নয়াশতাব্দ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ