ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

মাটির গর্তে কলসে মিলল ১৯৫ বোতল মাদক

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ বোতল ইস্কাফ ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ আনজুয়ারা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকায় আনজুয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাটির গর্তে থাকা দুটি কলসের মধ্যে ৯৫ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আনজুয়ারা বেগমের নামে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নিধনে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ