চট্টগ্রামের বহুল আলোচিত-সমালোচিত বিএনপি নেতা ও বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান লেয়াকত আলীর পিএস আলমগীর মাহফুজকে (৩৮) গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা হাব্বানিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজ গণ্ডামারা ইউনিয়নের হাব্বানিয়া বাজার এলাকার মাস্টার মাহমুদউল্লাহর ছেলে।
জানা যায়, ২০১৬ সাল থেকে বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা মো. লেয়াকত আলীর পিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাহফুজ। এস আলম কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় বিশৃঙ্খলাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। সর্বশেষ তার বিরুদ্ধে হাটহাজারী থানায় গাড়ি-ভাংচুর এবং নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়।
অভিযোগ আছে, বিএনপি নেতা লেয়াকত আলীর সকল কর্মকাণ্ড পরিচালিত হত তার মাধ্যমে। সকল বৈধ-অবৈধ ব্যবসার হিসাব-নিকাশ রাখাসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করেছে তিনি। এমনকি গত ৮ বছরে লেয়াকত আলী চারবার জেলে গেলেও তার পিএস মাহফুজ ছিলেন অধরা। দাপিয়ে বেড়িয়েছেন পুরো কয়লা বিদ্যুৎ এলাকা।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, তার বিরুদ্ধে নাশকতাসহ ৬/৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত বিএনপি নেতা লেয়াকত আলীর সহযোগী ছিলেন। দুপুরে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নামে নিয়মিত আইনে মামলা রুজু করা হবে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গণ্ডামারার হাব্বানিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, গাড়ি ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ