ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

এমপি মহিউদ্দিনের নামে পরোয়ানা

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আদালতে হাজির না হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন এ আদেশ দেন। এ মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মে নির্ধারণ করেছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম জানান, এ মামলায় আসামি মহিউদ্দীন বাচ্চুর নামে সমন জারি করেছিল আদালত। বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে বিবাদী আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

তরিকুল ইসলাম আরও জানান, ৪ জানুয়ারি নির্বাচন কমিশন মহিউদ্দিন বাচ্চুর নামে মামলা করার নির্দেশ দেন। পরে ১৬ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মহিউদ্দিন বাচ্চু গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম-১০ আসনের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এক হাজার টাকা এবং মাদানী মসজিদে এক লাখ টাকার অনুদানের চেক দেন।

একইভাবে গত ২৪ ডিসেম্বর লালখান বাজারে মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে অনুদানের চেক দেয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে ইসির অনুসন্ধান কমিটিতে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের সত্যতা পাওয়া যায়।

মহিউদ্দিন বাচ্চুর নামে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে এ সংক্রান্ত অভিযোগ করেন দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম।

নয়াশতাব্দী/টিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ