ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

কাজে ব্যস্ত মা, পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৭

পটুয়াখালীর মহিপুরে পুকুরে ডুবে হূমায়রা নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হূমায়রা উপজেলার বালীয়াতলীর হাসানের মেয়ে।

জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাবা-মায়ের সাথে মোয়াজ্জেমপুর গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশু হূমায়রা। শুক্রবার দুপুরে তাকে ঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েন মা হাফিজা। পরে ঘরে ফিরে হূমায়রাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে আদরের কন্যা শিশুকে পুকুরে ভাসমান দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার তালুকদার জানান, বিয়ষটি কেউ আমাদের জানায় নি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ