চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের একটি বাসের ধাক্কায় মফিজ উদ্দিন (৬৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ফেরুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ উদ্দিন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলির ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালসারি গ্রামের ফসলের মাঠে যাচ্ছিলেন। ঘটনার সময় তালসারি মোড়ে পৌঁছালে দ্রুত গতির একটি পিকনিকের বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ