ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ঝরনা দেখতে গিয়ে প্রাণ গেল মেডিকেল ছাত্রের

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈইয়াছড়া ঝরনা দেখতে এসে পা পিছলে কূপে পড়ে আল শাহরিয়ার (২৪) নামের এক মেডিকেল কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের খৈইয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল শাহরিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানার বাবুপাড়া গ্রামের খন্দকার আব্দুল আল মামুনের ছেলে। তিনি শহীদ মন্সুর আলী মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

শাহরিয়ারের বন্ধু অভিজিৎ জানান, আমরা সাত বন্ধু সকালে খৈইয়াছড়া ঝরনা দেখতে যাই। ঝরনা দেখা শেষে ফেরার পথে দ্বিতীয় ঝরনার কূপে আমরা গোসল করতে নামি। কিন্তু শাহরিয়ার নামবে না বলে আগে চলে আসে। পরে আমরা প্রথম ঝরনায় এসে তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকি। মোবাইলে কল দিলেও সংযোগ পাচ্ছিলাম না। পরে আরো কয়েকজর পর্যটকের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কূপ থেকে তার মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে তাকে ঝরনার কূপ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এশাদ উল্ল্যাহ বলেন, ঝরনা থেকে পড়ে যাওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এখানে আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ