ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কালিয়াকৈর তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

গাজীপুরের কালিয়াকৈরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার জামালপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ওই গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এসময় ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ততোক্ষণে আগুনে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

এদিকে স্থানীয়দের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আগুনে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ